EMI ক্যালকুলেটর

এটি হলো লোন emi ক্যালকুলেটর tool , এই ইএমআই ক্যালকুলেটর টুলটি ব্যবহার করতে পারেন কোনো লোণের কিস্তি এর পরিমান জানার জন্য।

টাকা
%
বছর

EMI ক্যালকুলেটর কি ? কেন ব্যবহার করা হয় ?

আমরা যখন ব্যাঙ্ক থেকে কোনো প্রকার লোন নিই , ওই লোন সাধারণত কিস্তিতে শোধ করে থাকি , তাই আপনি ইএমআই ক্যালকুলেটর টুলটি ব্যবহার করে লোণের কিস্তির পরিমান জানতে পারবেন। যারফলে আপনি আপনার সামর্থ অনুযায়ী লোন নিয়ে সহজেই পরিশোধ করতে পারবেন।

এই ইএমআই ক্যাল্কুলেটরটি ব্যবহার করে সমস্ত রকমের লোণের ইএমআই অর্থাৎ কিস্তির পরিমান ও মোট কত টাকা আপনাকে সুদ হিসেবে দিতে হবে এবং আসল ও সুদ মিলিয়ে মোট কত টাকা আপনাকে দিতে হবে এই সমস্ত কিছুই এই ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই হিসাব করতে পারবেন।

কিভাবে লোন ইএমআই হিসাব করা হয় ?

ইএমআই এর সূত্র হলো : E= P.r.(1+r)^n/((1+r)^n-1) যেখানে E হলো ইএমআই , r হলো সুদের হার , n হলো লোণের মেয়াদ অথবা সময়সীমা।

ধরুন উদাহরণ হাইবে : আপনি ৫ লক্ষ টাকা লোন নিলেন ৯ শতাংশ সুদ ৬ বছরের জন্য। তাহলে EMI (মাসিক কিস্তির পরিমান হবে ) E =৫০০০০০×০.০০৭৫×(১+০.০০৭৫)^৭২/((১+০.০০৭৫)^৭২-১), E=৯০১২.৭৭ টাকা